top of page

১ ) জীবনে এমন কিছু মানুষ আসে যাদের উপস্থিতিতে মূল্য বোঝা যায় না কিন্তু তাদের অনুস্থিতিতে অভাব বোধটা তীব্র হয়। তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাদেরকে ঘিরে বিভিন্ন ঘটনা যতবার মনে পড়ে ঠিক ততবার কষ্টের পরিমাণটা একটু একটু করে বাড়তে থাকে....................

 

২ ) আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে ..........

 

৩ ) আমি হয়তো তোমার জীবনের গল্পের একটা ছেড়া পাতা, হয়তো একদিন আমাকে ভুলে যাবে, আর আমি চাইলেও তোমাকে ভুলতে পারবনা, কারণ তুমি আমার জীবনের গল্প, গল্পের পাতা নয়....!!

                                                 “ অবশেষে ”

৪ ) সবাই বলে আমায়,,,,,, তোমাকে ভুলে যেতে,তুমি নিজেও বলেছো আমায়,,,, আমি যেন ভুলে যাই তোমায়,কিন্তু কি করে ভুলবো,,,,, সেটা তো কেউ বলেনা,তোমার হাজারওসুখ দুঃখের স্মৃতি বুকে নিয়ে আমি আজ ক্ষত বিক্ষত হৃদয়ে,,,,,,,,,,,,,,,,,,,,,,, বেঁচে আছি,শুধু তোমায় শেষ দেখার অপেক্ষায়,কথা দিলাম ভুলে যাব তোমায়। তবে সেদিন,যেদিন আর চাঁদ উঠবেনা জলবে না আর সেই ধ্রভ তারা,কথা দিলাম ভুলে যাব তোমায়। তবে সেদিন,যেদিন আমি থাকবো না আর এই ধারায় । তুমি ভালো থাক সব সময়....    অবশেষে---“ লীনা তোমাকে ভুলে থাকা বুঝি কোনদিনও হলোনা ”

 

৫ ) জীবন মানেই অভিনয় । এখানে যে যত বেশি অভিনয় করতে জানে সেই ততো বেশি সুখী হতে পারে । মাঝে মাঝে নিজেকে বড় অভিনেতা মনে হয় কারন নিজের কষ্ট গুলো কে আরাল করার জন্য সবার মাঝে হাসি খুশি থাকতে হয় । কিন্তু কেউ বুঝে না মনের মধ্যে কি আগুন জ্বলছে.......

 

৬ ) এক জীবনে সবাইতো আর সব কিছু পায় না। আমিও না হয় এই জীবনে না পাওয়ার দলেই থাকলাম। কিন্তু কথা দিচ্ছি ওপারে তোমার হাত দুটো আমি ছাড়বো না .....

 

৭ ) পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নামহচ্ছে সুখ, যার ক্রেতা সবাই , কিন্তু বিক্রেতাকেউ নেই ...............

 

৮ ) একদিন সেই পরিপূর্ণ বিশ্বাসের দেয়ালেও ভাঙন আসে। অনেক অপবাদ আর তিরস্কার জোটে। অনেক ব্যর্থতা আর অভিমান বুকে নিয়ে ছেলেটি শুধুই নীরব থাকে। অপেক্ষায় থাকে, একদিন প্রিয়তমার ভুল ভাঙবে। ফিরে আসবে কোন এক অধীর সন্ধ্যায় সেই পুরনো হৃদয়ে। ফিরে আসবেই, জানে ছেলেটি...

    “ লীনা তোমাকে ভুলে থাকা বুঝি কোনদিনও হলোনা ”

                   

                  একটা পাহাড় ধংস হতে পারে ,

                  একটা নদী শুকিয়ে যেতে পারে ,

           হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারো ,

                     কিন্তু আমি পারবো না ।

                   যদি আমি কখনো মরে যাই ,

                      আমার সমাধিতে এসো ,

         কিন্তু আমার জন্য কনো প্রার্থনা করো না ,

                      ফেলোনা দু চোখের জল ,

                           শুধু এইটুকো বলো...

                          “ ভালবাসি তোমায় ”

                                                       ( শৈশব )

 

০১ ) কোনো এক সময় একা স্কুলে যেতে ভয় পেতাম ,  আজ একা একাই জগৎ ঘুরে বেড়াই,কখনো ক্লাসে প্রথম হওয়ার জন্য পড়তাম , এখন অর্থের পেছনে ছুটে বেড়াই । আগে একটু আঘাতে কেঁদে ফাটাতাম ,  আজ ভাঙ্গা হৃদয় নিয়েও হাসি ।

 আগে বন্ধুর জন্য প্রান দেবার শপথ নিতাম , আজ জীবন যুদ্ধে বন্ধর কথা মনেই নেই । আগে একটুতেই ঝগড়া , একটুতেই মিলন হতো , আর আজ অল্প কথাতেই সম্পর্ক শেষ হয়ে যায় । সত্যিই এ জীবন অনেক কিছু শিখিয়ে দিল...... বোঝার আগেই জীবন কত বড় করে দিল । বড় হওয়ার স্বপ্নে শৈশব কাটিয়ে দিলাম , 

আজ একটাই দুঃখ, কেন শৈশবকে হারালাম। ......................................

 

 

                        What Is In Your Mint ?

 

 

০১ ) তুমি কি কাউ কে ভালবেসেছ ? তুমি কি কখনো নির্ঘুম রাত কাটিয়েছ ? তুমি দেখেছ কারো চোখের কোনা জমে থাকা অশ্রু ? তুমি কারো বুকে মাথা রেখে তার হৃদয়ের কথা শুনেছ ? তুমি কি কারো হাতে হাত রেখে নীল দিগন্তে হারিয়েছ ? তুমি কি কারো স্বপ্ন হয়েছ কোনদিন ? তুমি কি কারো ভালো লাগা হয়েছ এক মুহূর্তের জন্য ? তুমি কিছুই হও নি , তুমি শুধু আমার কাছে এক হাহাকার তুমি শুধু আমার কাছে এক আধুরা স্বপ্ন , তুমি শুধু আমার কাছে এক কষ্ট তুমি শুধু আমার কাছে এক হারিয়ে যাওয়া অনুভূতি । তুবে যদি কোনদিন ফিরে আসতে ইচ্ছে করে, তুমি ফিরে এসো আমায় পাবে , আমি অপেক্ষা করবো সেই আগের মত করেই , যদি ভালবাসতে ইচ্ছে করে তবে হাত বাড়িয়ো আমি ফিরিয়ে দেব না ,

জানি না তুমি কি আসবে ---------------------- ? 

জানি না তুমি কি এ হাতে হাত রাখবে কি না ----------- ?

০২ ) “মানষের জীবনে কত কিছুইনা চাওয়া থাকে তার সব কিছুই কি পুরন হয় ? তেমনি আমিওতো চেয়েছিলাম আমার জীবনে কোনো এক জনকে । যে আমাকে কথাও দিয়েছিলো ,কিন্তু কেনো এমন হলো ? সবি হলো এলো মেলো । যদিও আমি এখন   অ...নে...ক ......দুরে, তবু যেনে রেখ ভুলিনি ,ভুলিনি.........তোমায়

​​​​​

The Mountain can Vanish , The River Can Die , You Will Forget Me , But Never Can I ,When I Will Die , You Will Come To My Grib , No Prayer , No Cry …..   Only Say……“ I LOVE YOU ”

Muhammad ali

Success! Message received.

bottom of page